Unexpected Things
আমি স্নিগ্ধ, বয়স ২৪, স্টুডেন্ট+চাকরি। গত এক বছর ধরে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ করলাম। আমি যেখানেই যাই ঐখানেই কোনো না কোনো গন্ডগোল লাগে। ব্যাপারটা শুনতে আজব লাগলেও আমি কিছু উদাহরণ তুলে ধরছি যেগুলা আমার সাথে হয়েছে।
১) প্রিন্টিং, ফটোকপি ইত্যাদি জাতীয় কাজ করতে গেলেই কোনো না কোনো বাধার সম্মুখীন হবোই হবো। যেমন: কারেন্ট চলে যাওয়া, মেশিন নষ্ট হয়ে যাওয়া, অথবা অন্য যেকোনো কারণে আমার ২/৩ বার ট্রাই করে তারপর কাজটি সম্পন্ন করত হয়। সাথে সাথে জিজ্ঞেস করলাম, *নষ্ট হলে ঠিক করে রাখবেন না? মানুষের তো তাড়াহুড়া থাকতে পারে*। দোকানদার উত্তরে বললো, *ভাই একটু আগেও তো কাজ করছিলো ঠিকঠাকভাবে, এইযে ওনার টা করে দিলাম*। আমি চলে আসলাম।
২) স্টুডেন্ট ভিসার জন্য অমুক এজেন্সিতে গেলাম। এপ্লাই করার জন্য আমার সকল ডকুমেন্টস যেমন পাসপোর্ট, একাডেমিক পেপারস যাবতীয় কাগজ স্ক্যানিং শুরু করলেন। আমার আগেও একজন স্টুডেন্ট এর ফাইল নিয়েছে। আমি দাওয়ার পরেই স্ক্যানিং মেশিনে সমস্যা। কিছুক্ষন এদিক সেদিক করে চেষ্টা করার পর কাজ হলো। তারপর চলে আসছিলাম, হঠাৎ পিছন দিয়া ডাক দিলো, *ভাই কিছু মনে কইরেন না, আপনার অমুক ফাইলটা ক্লিয়ার আসে নায়*। তারপর আবার দিলাম স্ক্যানিং এর জন্য। তারপর কাজ হলো, বাসায় চলে আসলাম।
৩) একটু অসুস্থ হওয়ার কারণে ডাক্তার দেখাতে যাই। আমার সিরিয়াল আসতেই ডাক্তারের একটা জরুরী ফোন কল আসে। তারপর ১০-১৫ মিনিট পরে ডাক্তার দেখলাম। যাক ভালো। টেস্ট দিল বেশ কিছু। টেস্ট গুলা করালাম। করাতে গিয়া দেখি মেশিনের সফটওয়্যার জনিত কোনো সমস্যার কারণে একটু লেট হতে পারে। অপেক্ষা করলাম। টেস্ট গুলা দিয়া বাসায় আসলাম। ৩ দিন পর রিপোর্ট নিতে বলেছে। আমি ৪ দিন পর গেলাম। যেয়ে দেখি রিপোর্ট ১ টা বাকি এখনো। সাথে সাথে রেডি করে দিলো। ঘটনাটা এখানে শেষ হলেই ভালো হতো। কিন্তু না। রিপোর্ট গুলি নিয়া বাসার পথে হাঁটছিলাম আর চেক করছিলাম। দেখি আমার সাথে আরেকজন রোগীর ফেল এসে গিয়েছে। গেলাম আবার হসপিটালে। বললাম, *কেমন ধরনের unprofessionalism?* তারা মাফ চেয়ে বললো *বসেন ঠিক করে দিচ্ছি।* তারপর নিচে নেমে দেখি আমাকে একটা রিপোর্ট দেয়নি। আবার গেলাম। সেটা কালেক্ট করে দিলো। মানে মানি রিসিট শো করে রিপোর্ট আনার সময় সর্বোচ্চ ৫ মিনিটের কাজ। সেখানে আমার ১ ঘন্টা লাগলো।
৪) রাস্তা পার হতে যাবো। সিগনাল দাওয়া। যেই হেঁটে হেঁটে পার হওয়ার জায়গায় আসলাম, ওমনিই সিগনাল ছেড়ে দিল। যেটা একবার দুইবার না , অনেকবার হয়েছে।
এইরকম অনেক উদাহরণ আছে। আপাতত লেখার সময় এই ৪ টাই মাথায় আসলো।
মানে আমার কথা হচ্ছে আমার কোনো কাজ স্মুথলি কেনো হবে না? ব্যাপারটা কি শুধুই কাকতালীয় নাকি নেগেটিভ এনার্জি?
Anila RaHman
A lot of people gonna think this funny but i would say,this call manifestation. Probably some event happened earlier randomly and you started thinking negative about yourself that Wherever i go these things happens..then probably a very good day you started thinking now something bad gonna happen and tried everything to avoid it but it happened anyway..cause in your mind you had lot of negativity.. You attracted those negative energy to yourself..ofc you pray if You're Muslim.. But It's really really important to being positive. Whenever negative thought crosses your mind..you should start thinking about something beautiful in your mind(like most beautiful memories)..always always think positive and have faith!
Jeba Raisa
Ekhane ki bolbo bhai.. Mone hocche apnar luck kharap.. But don't be depressed.. Have faith.. Namaz poren.. Allahr kachhe dua koren.. Ar jodi negative energy moneo hoye thake taholeo pray koren.. Allah e shob musibot den abar tini e shob thik kore deoar malik.. Ask help to Allah:)
Mushfiqur Rahman
Blockage in life can occur cause of jinns or evil eye(najar)
Make sure to do ruqaiya for these. hope that gives you a solution to all of those. And
Lastly , enjoy the memes ![💕](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t68/1/16/1f495.png)
![💕](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t68/1/16/1f495.png)
Jazakallah ![❤️](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
![❤️](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png)
No comments