সিজোফ্রেনিয়া
প্রথমেই আমরা আমাদের মেইলে পাওয়া একটা ঘটনা শেয়ার করি । ঘটনাটি হলোঃ
আমি একজন মেয়ে এবং এইবার HSC 1st Year এ পড়ি।আমার সমস্যা হলো আমি কাল্পনিক কিছু মানুষ দেখতে পাই এবং তাদের সাথে অনবরত কথা বলি।কোনো প্যারানরমাল বা ভুত-প্রেত নয়।ধরুন কারো সাথে আমি কিছু কথা বললাম তো তার অনুপস্থিতিতে তার সাথেই আমি কথা বলবো।অর্থাৎ সে সশরীরেই আমার সামনে চলে আসবে।কিন্তু শুধু আমিই দেখতে পাই।
আমি জানিনা আমি বুঝাতে পারতেছি কিনা!
![🙂](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t4c/1/16/1f642.png)
সহজভাবে বললে আমার কল্পনার জগতের সবকিছু আমি বাস্তবে দেখতে পাই।আমি তখন নিজের নিয়ন্ত্রণে থাকিনা।অথচ আমি কিন্তুু জানি এরা বাস্তবে নেই তবুও তখন কেন যেন আমি তাদের সাথে কথা বলি।বলা যায,আমার ভালো লাগে এসব।এরচেয়ে বড় সমস্যা হলো চারপাশের সবাই আমায় পাগল পাগল বলে হাসি- ঠাট্টা করে।আমার খুব খারাপ লাগে।তবে যখন আমি একা থাকি তখন এসব বেশি হয়।এমনকি গোসল করতে গেলে আমার ১ ঘন্টারও বেশি লাগে।![😅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t53/1/16/1f605.png)
![😅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t53/1/16/1f605.png)
এখন এমন অবস্থা দাঁড়াইছে যে আমি রাস্তায় হাঁটি আর বিড়বিড় করতে থাকি।পরিবারের সবার কাছে আমার এই অবস্থা এখন স্বাভাবিক হয়ে গেছে।তারাও মজা নেয় প্রচুর।আম্মু বলে যে আমি ছোটবেলা থেকেই নাকি অন্যরকম এবং একা একা কথা বলি।এমনকি কোনো কাজে মনোযোগও দিতে পারিনা।কোনো কিছু হাতে নিলেই তা অমনোযোগীতার জন্য পড়ে যায়।![🙂](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t4c/1/16/1f642.png)
![🙂](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t4c/1/16/1f642.png)
দিনদিন শুধু বাড়ছে।
আমার সমস্যাটা নিয়ে কখনো কারো সাথে আলোচনা করার সাহস হয়নি।কারণ কেউই বিশ্বাস করবে না।কিভাবে এ থেকে রেহাই পাবো? আমি অতিষ্ঠ হয়ে গেছি এই পাগল পাগল ডাক শুনতে শুনতে!
No comments